Breaking News

চিটফান্ডে প্রতারিতদের বিক্ষোভ রাজভবনে

অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে  ১৩ ডিসেম্বর রাজভবনে দু’হাজারের বেশি আমানতকারী ও এজেন্ট বিক্ষোভ দেখান৷ চিটফান্ডের জমানো টাকা কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিয়ে সুদ সহ ফেরত, এজেন্টদের সরকারি প্রতিশ্রুতি মতো নিরাপত্তা, তিনশোর বেশি এজেন্ট ও আমানতকারীর (যাঁরা আত্মহত্যা করেছেন) পরিবারকে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ ও এজেন্টদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান, চিটফান্ডের টাকা লুঠের জন্য দায়ী সমস্ত ব্যক্তিদের গ্রেফতার ও শ্বেতপত্র প্রকাশের দাবিতে এক ঘন্টার অধিক সময় গেটগুলি অবরোধ করা হয়৷

 বিক্ষোভ থেকে মহিলা সহ ৭৩৩ জনকে পুলিশ গ্রেফতার করে৷ অন্য দিকে রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাঞ্চলীয় সদর দফতরে দুই শতাধিক আমানতকারী ও এজেন্ট অবরোধ করে বিক্ষোভ দেখান৷ এখান থেকে সাত জন মহিলা সহ একান্ন জনকে পুলিশ গ্রেফতার করে৷ সংগঠনের সভাপতি রূপম চৌধুরী এবং সম্পাদক বিশ্বজিৎ সাঁফুই এক বিবৃতিতে বলেন, সংগঠনের প্রতিরোধ আন্দোলন শুরু হয়েছে৷ আগামী একুশে ডিসেম্বর সারা রাজ্যে বেলা বারোটা থেকে একটা পর্যন্ত রেল ও সড়ক অবরোধ করা হবে৷

একুশে জানুয়ারি রাজ্য সরকারের প্রধান দফতর ঘেরাও করা হবে৷ একই সাথে দিল্লিতে পার্লামেন্ট অভিযান ও অবস্থান কর্মসূচি নেওয়া হবে৷ তাঁরা সর্বস্তরের মানুষকে পঞ্চাশ লক্ষ এজেন্ট ও পাঁচ কোটি আমানতকারীর আন্দোলনের পাশে দাঁড়ানোর আবেদন জানান৷

(গণদাবী : ৭১ বর্ষ ১৯ সংখ্যা)