চাষিদের আয় বৃদ্ধির দাবি — মুখ্যমন্ত্রীর নির্মম রসিকতা

‘কৃষক দিবস’ উপলক্ষে ২৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের আয় ২০১১ সালের পর থেকে ৩ গুণ বেড়েছে বলে যে দাবি করেছেন, তার বিরোধিতা করে এস ইউ সি আই (সি) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ২৪ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন,

‘‘মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের আয় ৩ গুণ বেড়েছে বলে যে দাবি করেছেন তার কোনও ভিত্তি নেই৷ যখন সারের ও কীটনাশকের আকাশচুম্বী মূল্যবৃদ্ধির জন্য চাষের খরচ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, ন্যূনতম সহায়ক মূল্য না পেয়ে কৃষক ফসল রাস্তায় ফেলে দিয়ে, মাঠ থেকে না কেটে বা ফসলে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করছেন এমনকী আত্মহত্যা করতেও বাধ্য হচ্ছেন, তখন মুখ্যমন্ত্রীর এই দাবি বিভ্রান্তিকর শুধু নয়, তাঁদের এই অসহায় অবস্থার প্রতি নির্মম রসিকতা৷ আমরা মুখ্যমন্ত্রীর এই দাবির তীব্র বিরোধিতা করছি৷’’

(গণদাবী : ৭২ বর্ষ ২১ সংখ্যা)