Breaking News

ঘন্টায় ঘন্টায় বয়ান বদল পুলিশকর্তাদের, তদন্তের দাবিতে হরিদেবপুর থানায় বিক্ষোভ

প্যাকেটের ভেতরে মৃত শিশুর ভ্রূণ না মেডিকেল বর্জ্য, অবিলম্বে তা তদন্ত করে সত্য প্রকাশের দাবিতে ২ সেপ্টেম্বর কলকাতার হরিদেবপুর থানায় বিক্ষোভ দেখায় এসইউসিআই(সি)৷

কলকাতা কর্পোরেশনের রাজা রামমোহন রায় রোডের একটি ঘেরা জমিতে ১ সেপ্টেম্বর ওই প্যাকেটগুলি পাওয়া যায়৷ স্থানীয় কাউন্সিলর, মেয়র এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সংবাদমাধ্যমকে জানান, ওই প্যাকেটগুলিতে সদ্যোজাত শিশু ভ্রূণ রয়েছে৷ কিন্তু কয়েক ঘন্টা পরে রহস্যজনকভাবে পুলিশ তার বক্তব্য বদল করে বলতে শুরু করে ওই প্যাকেটগুলিতে রয়েছে ড্রাই আইস ও মেডিকেল বর্জ্য৷

প্রশাসনের এই বক্তব্য বদল মানুষের মনে নানা সন্দেহের সৃষ্টি করেছে৷ এলাকার মানুষের অভিযোগ ওই জমিটির একটি অংশ দেবোত্তর সম্পত্তি যা  নাকি  দখলের  চেষ্টা করছে শাসকদল৷ যাই ঘটুক, বিষয়টির তদন্ত হওয়া দরকার বলে মনে করছেন স্থানীয় মানুষ৷ সেই দাবিতেই স্থানীয় এসইউসিআই(সি) কর্মীরা থানায় বিক্ষোভ দেখান৷

(৭১ বর্ষ ৭ সংখ্যা ১৪ সেপ্টেম্বর, ২০১৮)