Breaking News

গ্রামীণ চিকিৎসকদের দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্মেলন

নন–রেজিস্টার্ড চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের দক্ষিণ ২৪ পরগণা জেলা ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৭ ফেব্রুয়ারি জয়নগর–মজিলপুর্ টাউন হলে৷ জেলার ২২টি ব্লক ও ৩টি পৌরসভা থেকে ৮৯০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন৷

গ্রামীণ চিকিৎসকদের নথিভুক্ত–করণ, ব্লক পর্যায়ে তাঁদের উপযুক্ত ট্রেনিং, স্বাস্থ্যকর্মী হিসাবে স্বীকৃতি এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থায় স্থায়ী নিয়োগ– এই চারটি মূল দাবি আদায়ের লক্ষ্যে শক্তিশালী আন্দোলন সংগঠিত করার উদ্দেশ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়

সম্মেলন উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল৷ বক্তব্য রাখেন, পৌরসভার চেয়ারম্যান সুজিত সরখেল, সংগঠনের রাজ্য সম্পাদক ডাঃ প্রাণতোষ মাইতি, প্রাক্তন বিধায়ক অধ্যাপক তরুণ নস্কর সহ ডাঃ ভবানীশংকর দাস, ডাঃ নীলরতন নাইয়া, ডাঃ শাজাহান হালদার প্রমুখ মেডিকেল সার্ভিস সেন্টারের নেতৃবৃন্দ৷ সভা পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ডাঃ অশোক সামন্ত৷ সম্মেলনে স্বপন পালিতকে সভাপতি এবং সত্যদেব হাজরাকে সম্পাদক নির্বাচিত করে ৮৭ জনের জেলা কমিটি গঠিত হয়৷