গ্রামবাসীরা নামছেন মদ রুখতে আন্দোলন জেলায় জেলায়

১৬ জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের পিপুলবেড়িয়া–২ গ্রাম পঞ্চায়েতে বহিচাড় গ্রামে একটি মদের ঠেক ভেঙে দিলেন গ্রামবাসীরা৷ ওই দিন ভোর বেলায় গ্রামের শতাধিক মহিলা জড়ো হয়ে এক মদ বিক্রেতার মদের ভাটি ভেঙে দেন৷ মদ পুড়িয়ে দেন তাঁরা৷

এলাকায় মূলত গরিব মানুষের বাস৷ মহিলাদের অভিযোগ, তাঁদের স্বামীরা মদ খেয়ে সংসারে অশান্তির সৃষ্টি করে৷ যতটুকু আয় করেন, মদে প্রায় সবটাই খরচ করে ফেলেন৷ প্রশাসনকে জানানোর পরেও কোনও সুরাহা না হওয়ায় জনসাধারণ  ঐক্যবদ্ধ হয়ে এই মদের ঠেকটি ভেঙে দেন৷ নেতৃত্ব দেন, প্রতিমা জানা, তনুশ্রী মাইতি, মামণি দাস, অনু মান্না, চম্পা মান্না, শ্রাবণী মান্না প্রমুখ৷ মহিলারা এরপর অন্যান্য জায়গায় মদের ঠেক হলে তা ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন৷ এলাকায়  কমিটি  গড়ে  তোলার  উদ্যোগ  নিয়েছে এম এস এস৷

দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতেও মহিলারা মদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন৷

(গণদাবী : ৭১ বর্ষ ২৪ সংখ্যা)