ক্ষেপণাস্ত্র হানার নিন্দা সাম্রাজ্যবাদ বিরোধী ফোরামের

অল ইন্ডিয়া সাম্রাজ্যবাদ বিরোধী ফোরামের সহ সভাপতি মানিক মুখার্জী সিরিয়ার উপর মার্কিন–ব্রিটিশ–ফরাসি সাম্রাজ্যবাদীদের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা করে ১৫ এপ্রিল বলেন, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসংঘের অনুমতির তোয়াক্কা না করে এই আগ্রাসন যারা চালিয়েছে তারা যুদ্ধাপরাধী৷

তিনি বলেন, এই আক্রমণের জন্য যেভাবে পরিকল্পিত মিথ্যা প্রচারের মাধ্যমে জমি প্রস্তুত করা হয়েছে তা ইরাক ধ্বংসের জন্য মার্কিন অজুহাত সৃষ্টির ঘটনাকে মনে পড়িয়ে দেয়৷ এই ক্ষেপণাস্ত্র হানা সিরিয়ার মানুষের দুর্দশাকে আরও বাড়াবে শুধু তাই নয় সিরিয়া সমস্যার রাজনৈতিক সমাধানের পথকে রুদ্ধ করবে৷ তিনি সিরিয়াকে ছিন্ন–বিচ্ছিন্ন করার সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য শান্তিকামী গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আহ্বান জানান৷

(৭০ বর্ষ ৩৫ সংখ্যা ২০ এপ্রিল, ২০১৮)