ক্ষতি আটকাতে প্রথম শ্রেণি থেকেই পাশ–ফেল ফেরাতে হবে :  প্রভাস ঘোষ

ফাইল চিত্র

পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ–ফেল প্রথা ফিরিয়ে আনার সরকারি ঘোষণা সম্পর্কে এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৪ জানুয়ারি এক প্রেস বিবৃতিতে বলেন,

অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল শিক্ষায় পাশ–ফেল প্রথা না থাকার ফলে কোটি কোটি শিক্ষার্থীর জীবনে অবর্ণনীয় ক্ষতি হয়েছে৷ ২০০৯ সালে এই সর্বনাশা নীতি চালু করার সময়েই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই৷ শিক্ষক অভিভাবক ও শিক্ষানুরাগী মানুষের মধ্য থেকেও এই নীতির প্রতিবাদে বিক্ষোভের ঝড় ওঠে৷

আমরা সর্বস্তরের শিক্ষানুরাগী মানুষকে যুক্ত করে গত দশ বছর সারা দেশ জুড়ে লাগাতার আন্দোলন চালিয়েছি৷ মানুষের এই ক্ষোভ–বিক্ষোভ ও আন্দোলনের চাপেই কেন্দ্রীয় সরকার আইন সংশোধন করে পাশ–ফেল ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে৷ কিন্তু পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ–ফেল ফিরিয়ে এনে শিক্ষার ক্ষতি আটকানো যাবে না৷ সর্বনাশা পরিণাম আটকাতে হলে প্রথম শ্রেণি থেকেই পাশ–ফেল প্রথা ফিরিয়ে আনতে হবে৷

এই দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি৷ যতদিন না সরকার এই দাবি মানছে, তত দিন আমরা আন্দোলন চালিয়ে যাব৷

(গণদাবী : ৭১ বর্ষ ২২ সংখ্যা)