ক্ষতিপূরণের দাবিতে ইয়াস দুর্গতদের বিক্ষোভ গোসাবায়

‘সুন্দরবন নদীবাঁধ ও জীবন জীবিকা রক্ষা’ কমিটির আহ্বানে ইয়াস দুর্গতদের পূর্ণ ক্ষতিপূরণ ও বিজ্ঞানসম্মত স্থায়ী কংক্রিটের নদীবাঁধের দাবিতে ২৬ জুলাই গোসাবা বিডিও অফিসে বিশাল বিক্ষোভ হয়। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে ৭০০ জন উপস্থিত ছিলেন। কমিটির সভাপতি অনাথ কুমার মাইতির নেতৃত্বে ১০ জনের প্রতিনিধি দল বিডিও-র অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধির হাতে স্মারকলিপি দেন। বিডিও তাঁর প্রতিনিধি মারফত কমিটির কাছ থেকে ক্ষতিপূরণ না পাওয়া জনগণের একটি তালিকা প্রস্তুত করে দেখা করার প্রস্তাব দিয়েছেন এবং প্রশাসন সদর্থক ভূমিকা পালন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

গণদাবী ৭৪ বর্ষ ২ সংখ্যা