কেরোসিন-গ্যাসে ভর্তুকি ফেরানোর দাবি

 

কেরোসিনে ভর্তুকি প্রত্যাহার এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির তীব্র বিরোধিতা করে এসইউসিআই (সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন,

আগামী এপ্রিল থেকে কেরোসিনে ভর্তুকি দেওয়ার কোনও সংস্থানই রাখা হয়নি এবারের কেন্দ্রীয় বাজেটে। ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে প্রতি ১৫ দিন অন্তর লিটার প্রতি ২৫ পয়সা করে কেরোসিনের দাম বাড়ানোর অনুমতি দিয়েছিল, যাতে ভর্তুকি তুলে দেওয়া যায়। কেরোসিনে ভর্তুকি তুলে দেওয়ার এই সিদ্ধান্ত ইতিমধ্যেই বিপর্যস্ত গরিব মানুষের উপর একটা বাড়তি আঘাত। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দামও নতুন করে সিলিন্ডার প্রতি ২৫ টাকা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রতিটি অর্থনৈতিক পদক্ষেপে গরিবের জন্য ন্যূনতম সহায়তা বাতিল করে কর্পোরেট তোষণ নগ্নভাবে প্রকাশিত হচ্ছে।

আমরা কেরোসিনের মতো সাধারণ মানুষের জ্বালানিতে ভর্তুকি ফেরানোর দাবি জানাচ্ছি। জনসাধারণের কাছে আমাদের আবেদন– কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলুন।