কেরালায় দুর্গতদের পাশে এস ইউ সি আই (সি)

বন্যা কবলিত কেরালায় এস ইউ সি আই (সি) সর্বশক্তি নিয়ে ত্রাণের কাজ চালিয়ে যাচ্ছে৷ সারা দেশে সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা অর্থে দলের কর্মীরা দুর্গত মানুষের কাছে খাদ্য–পানীয় জল–জামাকাপড় পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত রয়েছেন৷ দলের উদ্যোগে এবং মেডিকেল সার্ভিস সেন্টারের সহযোগিতায় অনেকগুলি চিকিৎসা শিবির পরিচালিত হচ্ছে৷ দুর্গত মানুষদের ঘরে ঘরে যে পলির স্তর পড়েছে তা পরিষ্কার করে বাসযোগ্য করা ইত্যাদি কাজেও দলের স্বেচ্ছাসেবকরা নিয়োজিত রয়েছেন৷ মেডিকেল সার্ভিস সেন্টারের কেরালা রাজ্য কমিটির আহ্বায়ক ডাঃ কে হরিপ্রসাদের নেতৃত্বে ভেলায় চেপে বানভাসি মানুষের জন্য মেডিকেল ক্যাম্প শুরু হয়৷ কোট্টায়ামে প্রধান কন্ট্রোল রুম খুলে কোট্টায়াম, আলাপ্পুঝা, পাথানামথিট্টাতে চিকিৎসা শিবির চালানো হচ্ছে৷ এর্নাকুলাম ও ত্রিশূর জেলাতেও চিকিৎসক দল কাজ করছেন৷

চিকিৎসক দলের নেতা মেডিকেল সার্ভিস সেন্টারের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ডাঃ অংশুমান মিত্র জানান, রাজ্যের ৪৪টি নদীর বুকে ৪৭টি বাঁধ খুলে দেওয়ায় নিদারুণ অবস্থার মধ্যে জনগণকে পড়তে হয়েছে৷ বললেন, আমাদের আলাপ হল চেঙ্গানুরের রাদিশ কুমারের সাথে৷ পেশায় দিনমজুর এই মানুষটি কলার ভেলায় ২০০ জনকে বাঁচিয়েছেন৷ রাদিশ বললেন, আমাদের হারানোর কিছু নেই, বাঁচানোরও কিছু নেই৷ তাই পাড়ার সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি৷

(৭১ বর্ষ ৬ সংখ্যা ৭ সেপ্টেম্বর, ২০১৮)