Breaking News

কৃষক-খেতমজুরদের লাউদোহা ব্লক সম্মেলন

পশ্চিম বর্ধমানের তিলাবুনী গ্রামে ২ ফেব্রুয়ারি এআইকেকেএমএস-এর লাউদোহা ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পশ্চিম বর্ধমান জেলার এ আইকেকেএমএস-এর সম্পাদক দনা গোস্বামী ও সভার সভাপতি মোজাম্মেল হক। এরপর প্রধান বক্তা এআইকেকেএমএস-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর ঘোষ দেশের সামগ্রিক ভয়াবহ পরিস্থিতি বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে এনআরসি, সিএএ, এনপিআর কীভাবে দেশের বেশিরভাগ মানুষকে রাষ্ট্রহীন, নাগরিকত্বহীন করে তুলবে এবং দেশের গরিব কৃষক, খেতমজুর, আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এর দ্বারা সব থেকে বেশি সর্বস্বান্ত হয়ে রাস্তায় দাঁড়াবে তিনি তা ব্যাখ্যা করে দেখান। তাই এনআরসি, সিএএ, এনপিআর-এর বিরুদ্ধে এবং কৃষকদের ন্যায়সঙ্গত দাবিগুলিকে নিয়ে ১ এবং ২ মার্চ সারা রাজ্যব্যাপী কিষান মার্চ-এ কৃষক ও খেতমজুরদের অংশগ্রহণের জন্য আহ্বান জানান। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন এসইউসিআই (সি) জেলা সম্পাদক কমরেড সুন্দর চ্যাটার্জী ও লাউদোহা লোকাল সম্পাদক কমরেড সব্যসাচী গোস্বামী। কমরেড প্রভাতী গোস্বামীকে সভাপতি ও আব্দুল জলিলকে সম্পাদক করে ৩৫ জনের শক্তিশালী কমিটি গঠন হয়।

(গণদাবী : ৭২ বর্ষ ২৮ সংখ্যা)