কৃষক আন্দোলনের চাপে রক্ষা পেল কৃষি জমি

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের চাপদা মৌজায় এক ঝিল মালিক ২৪ জানুয়ারি কয়েকজন বড় চাষির সাথে যোগসাজশে এক ঝিল খনন শুরু করে৷ বাকি অনিচ্ছুক চাষিরা দো–ফসলি কৃষি জমি নষ্ট করে মাছের ঝিল তৈরির প্রতিবাদে ওই দিনই তাঁদের পরিবারের লোকজনদের নিয়ে কোলাঘাট বিডিও অফিসে বিক্ষোভ দেখায়৷

সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের স্মারকলিপি দেওয়া হয়৷ তাতে বিএল অ্যান্ড এলআরও ওই কৃষিজমিতে বেআইনি ঝিল খনন বন্ধ করার জন্য পাঁশকুড়া থানার ওসিকে নির্দেশ দেন৷

ঝিল বিরোধী কৃষক সংগ্রাম কমিটির সম্পাদক তপন কর অভিযোগ করেন, ওই নির্দেশে ক্ষিপ্ত হয়ে ১৫ জানুয়ারি ঝিল মালিকরা রাতের অন্ধকারে কমিটির সভাপতি অশোক নায়কের হোসিয়ারি কারখানা পুড়িয়ে দেয়৷ এরপর কৃষক পরিবারের লোকজনের তাড়ায় মেসিনপত্র ও তাঁবু তুলে নিয়ে যেতে বাধ্য হয় ঝিল মালিক৷

(গণদাবী : ৭১ বর্ষ ২৫ সংখ্যা)