কৃষক আন্দোলনের সমর্থনে শিলিগুড়ি ও কোচবিহারে সভা

২ জানুয়ারি দলের দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে এবং ৪ জানুয়ারি কোচবিহার জেলা কমিটির উদ্যোগে দুটি মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়। শিলিগুড়িতে এয়ারভিউ মোড় থেকে একটি সুসজ্জিত মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে কোর্ট মোড়ে শেষ হয়। সেখানে জনসভায় বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। সভাপতিত্ব করেন জেলা সম্পাদক গৌতম ভট্টাচার্য। সভার শুরুতে কৃষক আন্দোলনের শহিদদের ও চা-শ্রমিক আন্দোলনের শহিদ কমরেড তন্ময় মুখার্জীর শহিদ বেদিতে মাল্যদান করা হয়।

কোচবিহারে সহস্রাধিক শ্রমিক-কৃষক-ছাত্র-যুব মহিলা মিছিলে অংশগ্রহণ করেন। ক্ষুদিরাম স্কোয়ার থেকে শুরু হয়ে কাছারি মোড় সংলগ্ন রামমোহন রায় স্কোয়ারে গিয়ে মিছিল শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। সভাপতিত্ব করেন জেলা সম্পাদক কমরেড শিশির সরকার। কমরেড ভট্টাচার্য কৃষক আন্দোলনকে জোরদার করার পাশাপাশি ঐক্যবদ্ধ বামপন্থী আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।

(গণদাবী-৭৩ বর্ষ ১৬ সংখ্যা_৮ জানুয়ারি, ২০২১)