কিউবা বিপ্লবের ৬ দশক উপলক্ষে আলোচনাসভা

‘হয় সমাজতন্ত্র, নয় মৃত্যু’ বিশ্বখ্যাত এই উক্তিটির প্রবক্তা কিউবা বিপ্লবের রূপকার বিপ্লবী ফিদেল কাস্ত্রো৷ এই বিপ্লবের ৬ দশক উপলক্ষে এ আই ডি এস ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র ‘ছাত্রসংহতি’ ৬ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং ৯ মার্চ শিলিগুড়িতে আলোচনাসভার আয়োজন করে৷ আলোচ্য বিষয় ‘সমাজতন্ত্রের স্বপ্ন ও বাস্তবতা’৷

আজ বিশ্বজুড়ে সমাজতন্ত্রের বিরুদ্ধে পুঁজিবাদী সাম্রাজ্যবাদীদের আক্রমণ যখন বল্গাহীন, সেই প্রেক্ষাপটে এই বিষয়ে তরুণ প্রজন্মের আলোচনা এবং জানার আগ্রহ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডঃ অম্বরনাথ ঘোষ বিশ্লেষণাত্মক আলোচনায় দেখান ধনবাদী উন্নয়ন অপেক্ষা সমাজতান্ত্রিক উন্নয়ন কোথায় কীভাবে শ্রেষ্ঠ৷ সমাজতন্ত্রকে একটি বিজ্ঞান হিসাবে অভিহিত করেন সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড সৌরভ মুখার্জী৷ শিলিগুড়ির আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কমরেড কমল সাঁই বলেন, ‘বেকারত্ব–ক্ষুধা–মৃত্যু ছাড়া পুঁজিবাদের আর দেওয়ার কিছু নেই৷ তিনি এই শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানান৷

সভাপতিত্ব করেন ছাত্রসংহতির সম্পাদক কমরেড সৌরভ ঘোষ৷ উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি কমরেড ডাঃ মৃদুল সরকার এবং সিকিমের এ আই ডি এস ও নেতা কমরেড ভানুভক্ত শর্মা৷ উভয় সভাতেই বক্তারা সমাজতন্ত্রের যথাযথ উপলব্ধি গড়ে তোলার জন্য মার্কস থেকে শিবদাস ঘোষের চিন্তাধারা অনুশীলনের উপর গুরুত্ব আরোপ করেন৷

(গণদাবী : ৭১ বর্ষ ৩৩ সংখ্যা)