কাশ্মীরে পাঁচ শ্রমিকের হত্যা কেন্দ্রীয় সরকারের দাবিকে নস্যাৎ করল  — এস ইউ সি আই (কমিউনিস্ট)

জম্মু–কাশ্মীরের কুলগামে ২৯ অক্টোবর সন্ত্রাসবাদীদের দ্বারা পাঁচজন পরিযায়ী শ্রমিকের হত্যার ঘটনার নিন্দা এবং তাঁদের মৃত্যুতে শোক প্রকাশ করে ১ নভেম্বর এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর কেন্দ্রীয় কমিটি নিম্নের বিবৃতি প্রকাশ করেছে৷

কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদীরা যেভাবে পাঁচজন পরিযায়ী শ্রমিককে হত্যা করেছে তাতে সমগ্র বিশ্বের সাথে আমরাও গভীরভাবে মর্মাহত৷ ৩৭০ ধারা রদ করার পরেও কাশ্মীর সম্পূর্ণ স্বাভাবিক– কেন্দ্রীয় সরকারের এই দাবিকে এক ধাক্কায় নস্যাৎ করে দিল কুলগামের হত্যাকাণ্ড৷ আরও একটি সত্য প্রকাশ পেল যে, বাঁচার তাগিদে কাশ্মীরে যাওয়া দরিদ্র শ্রমজীবী মানুষের জীবনের কোনও নিরাপত্তাই নেই৷ জম্মু–কাশ্মীর এখন পুরোপুরি কেন্দ্রীয় সরকারের শাসনাধীন৷ ফলে বেঁচে থাকার রসদ সংগ্রহের জন্য অন্যান্য রাজ্যের যে শ্রমিকরা কাশ্মীরে যেতে বাধ্য হন তাঁরা সহ কাশ্মীরের জনগণকে নিরাপদে রাখার পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকারেরই৷ এই ক্ষেত্রে কেন্দ্রীয় বিজেপি সরকার পুরোপুরি ব্যর্থ৷

সরকারের দাবিকে নস্যাৎ করে এই ঘটনা প্রমাণ করল সন্ত্রাসবাদীরা কাশ্মীরে পুরোপুরি সক্রিয়৷ বস্তুত কেন্দ্রীয় কমিটির ৬ আগস্টের বিবৃতিতে আমরা স্পষ্ট ভাষায় বলেছিলাম, ‘‘যখন দরকার ছিল ৩৭০ ধারাকে পুরোপুরি কার্যকর করার মাধ্যমে কাশ্মীরী জনগণের আস্থা অর্জন করা এবং পাকিস্তানের মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে বিচ্ছিন্ন ও পরাজিত করা, সেই সময় এই একতরফা ৩৭০ ধারা রদের ঘোষণা কাশ্মীরের জনগণকে শুধু আরও দূরে ঠেলে দেবে তাই নয়, একই সাথে এই পদক্ষেপ বিচ্ছিন্নতাবাদীদের শক্তি বৃদ্ধি করবে৷’’ গভীর দুঃখের হলেও এ কথা বলতে হচ্ছে যে, নিরীহ শ্রমিকদের পৈশাচিক হত্যা আমাদের সেই আশঙ্কাকেই সত্য প্রমাণ করল৷

নিহত শ্রমিক পরিবারগুলির প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই৷ সরকারের কাছে আমাদের দাবি, এই পরিবারগুলির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং সক্ষম সদস্যদের চাকরির ব্যবস্থা করতে হবে৷ এই দাবিতে সোচ্চার হওয়ার জন্য আমরা জনগণের কাছে আবেদন জানাচ্ছি৷

(গণদাবী : ৭২ বর্ষ ১৩ সংখ্যা)