কার্ল লিবনেখট ও রোজা লুক্সেমবুর্গ স্মরণে জার্মানিতে লাল পতাকার মিছিল

জার্মানির কমিউনিস্ট নেতা কার্ল লিবনেখট ও রোজা লুক্সেমবুর্গের ১০০তম মৃত্যুবার্ষিকীতে তাঁদের ছবি নিয়ে ১৩ জানুয়ারি বার্লিনে বামপন্থীদের মিছিল৷ প্রথম বিশ্বযুদ্ধে উগ্র জাতীয়তাবাদের স্রোতে ভেসে যাওয়া দ্বিতীয় আন্তর্জাতিকের নেতৃবৃন্দের বিরুদ্ধে তীব্র আদর্শগত সংগ্রাম চালান রোজা৷ কার্ল লিবনেখট ও রোজা যৌথভাবে জার্মানিতে পুরনো শোধনবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে নতুন বিপ্লবী পার্টি গড়ে তোলেন৷ ১৯১৮ সালে জার্মানিতে বিপ্লবী অভ্যুত্থানের ডাক দেন তাঁরা৷ সরকার ও রাষ্ট্রের ভাড়াটে ঘাতকরা ১৯১৯ সালের জানুয়ারিতে এই দুই বিপ্লবীকে নৃশংসভাবে হত্যা করে৷ আজও বিশ্বের দেশে দেশে তাঁদের নাম কমিউনিস্টদের প্রেরণা দেয়৷ জার্মানির এই মিছিল প্রমাণ করে কমিউনিজমের আদর্শকে শাসক বুর্জোয়ারা ভুলিয়ে দিতে পারেনি, পারবেও না৷

(গণদাবী : ৭১ বর্ষ ২৩ সংখ্যা)