Breaking News

কাজ হারাচ্ছেন সাধারণ মানুষ, ধনকুবেরের সংখ্যা বেড়েই চলেছে দেশে

২০২০-২২ এই দু’বছরে অসংখ্য মানুষ কাজ হারিয়েছেন, বিশেষত অসংগঠিত ক্ষেত্রে। দারিদ্রসীমার নিচে নেমেছে বহু পরিবার। বেকারত্বের হার করোনার আগেই দেশে চার দশকে সর্বোচ্চ। জাতীয় ও আন্তর্জাতিক নানা সমীক্ষায় দেখা গেছে, আর্থিক বৈষম্য তীব্র আকার ধারণ করেছে। অক্সফ্যাম ইন্ডিয়ার রিপোর্ট, ধনীতম ১০ শতাংশের হাতে জাতীয় সম্পদের ৪৫ শতাংশ। নিচুতলার ৫০ শতাংশের ভাগে মাত্র ৬ শতাংশ। উপদেষ্টা সংস্থা নাইট ফ্র্যাঙ্কের সমীক্ষায় দেখা গেছে, ২০২০-র তুলনায় ২০২১-এ ভারতে তিন কোটি ডলারের বেশি (প্রায় ২২৬ কোটি টাকা) সম্পদশালী ধনকুবেরের সংখ্যা বেড়েছে প্রায় ১১ শতাংশ। তাতে প্রথম সারিতে রয়েছে কলকাতা, এখানে বেড়েছে ১১.৪ শতাংশ। ২০১৬ সালের তুলনায় বৃদ্ধি ১১৫.৫ শতাংশ।

গণদাবী ৭৪ বর্ষ ৩৫ সংখ্যা ২২ এপ্রিল ২০২২