কাজের নিরাপত্তার দাবিতে শ্রমিক সম্মেলন

হাওড়া : এআইইউটিইউসি–র চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় ২৬ নভেম্বর, বেলুড় পাবলিক লাইব্রেরি হলে৷ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড শান্তি ঘোষ এবং রাজ্য সম্পাদক কমরেড দিলীপ ভট্টাচার্য বিলগ্নিকরণ, ব্যবসায়ীকরণ সহ বিজেপি সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানান৷ প্রতিনিধিদের মধ্যে আশাকর্মী, আই সি ডি এস, মিড–ডে মিল কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়৷ কমরেড অলোক ঘোষকে সভাপতি, কমরেড জৈমিনি বর্মনকে সম্পাদক এবং কমরেড শ্রীদাম গোপমণ্ডলকে কোষাধ্যক্ষ করে নতুন জেলা কমিটি গঠন করা হয়৷

পশ্চিম বর্ধমান : ২৪ নভেম্বর এআইইউটিইউসি–র পশ্চিম বর্ধমান জেলা প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল৷ কয়লা, ইস্পাত, লোকোমোটিভ, রেল, ইঞ্জিনিয়ারিং সহ আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, পৌর স্বাস্থ্যকর্মী, নির্মাণ ও মোটর ভ্যান শ্রমিকরা উপস্থিত ছিলেন৷ প্রধান অতিথি ছিলেন এস ইউ সি আই (সি) পশ্চিম বর্ধমান জেলা কমিটির  সম্পাদক কমরেড সুন্দর চ্যাটার্জী, এবং সংগঠনের রাজ্য কমিটির সভাপতি কমরেড এ এল গুপ্তা৷ আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে সুবিধাবাদ, অর্থনীতিবাদ থেকে ট্রেড ইউনিয়ন আন্দোলনকে মুক্ত করা এবং পুঁজিবাদবিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের পরিপূরক শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ৷ তাঁরা কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিকস্বার্থ বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানান৷

(গণদাবী : ৭২ বর্ষ ১৭ সংখ্যা)