কাঁথিতে বিদ্যুৎ গ্রাহকদের ডেপুটেশন

বিদ্যুৎ গ্রাহক সংগঠন অ্যাবেকার কাঁথি মহকুমা কমিটির ডদ্যোগে ২ নভেম্বর বিদ্যুৎ দপ্তরের কাঁথি ডিভিশনাল ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হয়৷ ২০১৩–১৪ সালের কৃষিবিদ্যুৎ গ্রাহকদের  কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল হিসাবে নেওয়া টাকা ফেরত, বিকল ট্রান্সফরমারগুলি অবিলম্বে পরিবর্তন, স্মার্ট প্রিপেড মিটার চালু না করা, বিদ্যুৎ আইন–২০০৩ (সংশোধনী বিল–২০২২) বাতিল প্রভৃতি দাবিতে ছিল এ দিনের কর্মসূচি৷  ডিভিশনাল ম্যানেজার দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন৷

নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অশোকতরু প্রধান, জেলা কমিটির অফিস সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক, কাঁথি মহকুমা শাখার পক্ষে পঞ্চানন দাস প্রমুখ৷