কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফি মকুবের দাবি এ আই ডি এস ও-র

ফাইল চিত্র

ছাত্রছাত্রীদের ফি মকুব সহ শিক্ষার যাবতীয় ব্যয় সরকারকে বহন করতে হবে, গণতান্ত্রিক শিক্ষার এই দাবিতে এআইডিএসও দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছে। করোনা মোকাবিলার নামে অপরিকল্পিত লকডাউন ও সুপার সাইক্লোন আমপানে দেশের সাধারণ মানুষের জীবনে সমস্যা আরও গভীরতর হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ পরিবারগুলি। এ অবস্থায় ছাত্রছাত্রীদের ফি মকুব সহ যাবতীয় ব্যয় সরকারকেই বহন করতে হবে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহায়তা তহবিল থেকে ছাত্রছাত্রীদের শিক্ষা-স্বাস্থ্য সহ সমস্ত ব্যয় কর্তৃপক্ষকে বহন করতে হবে এই দাবিতে ২৯ মে এ আই ডি এস ও কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেপুটেশন দেওয়া হয়। দাবি করা হয়, ১) কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহায়তা তহবিল থেকে করোনা ও আমপানে ক্ষতিগ্রস্ত সমস্ত ছাত্রছাত্রীর শিক্ষা-স্বাস্থ্য সহ যাবতীয় ব্যয়ভার কর্তৃপক্ষকে বহন করতে হবে। ২) করোনা ও আমপান পরিস্থিতিতে দুর্গত এলাকার সমস্ত ছাত্রছাত্রীর শিক্ষার যাবতীয় ব্যয় সরকারকে বহন করতে হবে। ৩) বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধীনস্থ সমস্ত কলেজ ছাত্রছাত্রীর ফি মকুব করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।