কলকাতায় শিশু–কিশোর উৎসব

কমসোমল কলকাতা জেলার উদ্যোগে ৩ জুন চেতলা বয়েজ স্কুল প্রাঙ্গণে শিশু–কিশোর উৎসব অনুষ্ঠিত হয়৷ আড়াই শতাধিক শিশু–কিশোর সারা দিন ধরে কেউ অঙ্কন, কেউ আবৃত্তি, নৃত্য, নাটক প্রভৃতিতে অংশ গ্রহণ করে৷ নবজাগরণের মনীষী ও বিপ্লবীদের স্মৃতিফলকে পুষ্পার্র্ঘ্য অর্পণের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন কমরেড নভেন্দু পাল৷ স্মৃতিফলকে পুষ্পার্র্ঘ্য অর্পণ করেন কমসোমলের রাজ্য ইনচার্জ কমরেড সপ্তর্ষি রায়চৌধুরী৷

গরমের ছুটির একটা দিন শুধু ছোটরা নয়, অভিভাবকরাও সমান উৎসাহে এই উৎসবে সামিল হন৷ স্কুল প্রাঙ্গণে একদিকে যখন আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা জমে উঠেছে, তখন হলে একের পর এক ১৭ টি দলের নাটক চলছিল৷ এরই মাঝে ১৯টি দল গানে নতুন নতুন ভাবনা তুলে ধরেছিল নৃত্য প্রতিযোগিতার মধ্য দিয়ে৷ প্রাঙ্গণের একপ্রান্তে ২১টি দেওয়াল পত্রিকায় বিভিন্ন ব্রিগেড সদস্যরা তাদের লেখা ছবি, কিংবা সৃজনশীল ভাবনার কোলাজ তুলে ধরেছিল৷

প্রতিযোগিতার শেষপর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নভেন্দু পাল, প্রভাশিষ দাস, চারণিক নাট্য গোষ্ঠীর সম্পাদক সুকুমার কর্মকার এবং কমসোমল নেতৃবৃন্দ৷ তাঁরা বলেন, বর্তমান ইঁদুর দৌড়ের যুগে শিশু–কিশোরদের মধ্যে প্রতিভার যে বিকাশ রুদ্ধ হচ্ছে তাকে উন্মুক্ত করার লক্ষেই এ ধরনের প্রয়াস৷ সৃষ্টিশীল একটি দিন এ ভাবে কাটিয়ে সকলেই উৎফুল্ল৷

(৭০ বর্ষ ৪৩ সংখ্যা ১৫জুন, ২০১৮)