কলকাতার সব রাস্তায় সাইকেল চালানোর অধিকার দাবি

কলকাতায় ১৭৫টি রাস্তায় সাইকেল চালানো নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। পার্ক স্ট্রিট সহ বিভিন্ন মোড়ে পুলিশ অন্যায়ভাবে সাইকেল আরোহীদের ১০০-১৫০ টাকা করে ফাইন দিতে বাধ্য করছে। এর প্রতিবাদে সোচ্চার হয়েছে ‘সাইকেল আরোহী অধিকার ও জীবিকা রক্ষা কমিটি’। জীবন-জীবিকার অন্যতম বাহন সাইকেল সর্বত্র ব্যবহার করতে দিতে হবে এবং কোনও ফাইন নেওয়া চলবে না– এই দাবিতে ৪ জুলাই কলকাতার যদুবাবুর বাজার থেকে রবীন্দ্রসদন সাউথ ট্রাফিক পুলিশ গার্ডের দপ্তর পর্যন্ত মিছিল করে কমিটি রাস্তা অবরোধ করে। পুলিশ গার্ডের দপ্তরের সামনে অনুষ্ঠিত বিক্ষোভসভায় বক্তব্য রাখেন ‘সাইকেল সমাজ’-এর রঘু জানা, এআইডিওয়াইও-র দেবু সাউ, ‘সুইচ অন ফাউন্ডেশন’-এর গার্গী মৈত্র। সভা পরিচালনা করেন কমিটির যুগ্ম সম্পাদক রঘুনাথ ভট্টাচার্য ও প্রশান্ত পুরকাইত। কমিটির সভাপতি দুঃখশ্যাম মণ্ডলের নেতৃত্বে চার জনের একটি প্রতিনিধিদল দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন ময়দান থানার পুলিশ আধিকারিকদের হাতে।

গণদাবী ৭৪ বর্ষ ৪৭ সংখ্যা ১৫ জুলাই ২০২২