কলকাতার রাস্তায় সাইকেলে যাতায়াতের দাবিতে ডি ওয়াই ও-র আন্দোলনের জয়

গত কয়েক বছর ধরে, জীবন জীবিকা রক্ষার স্বার্থে কলকাতার রাস্তায় নো সাইক্লিং জোন তুলে দিয়ে সর্বত্র সাইকেলে যাতায়াতের দাবিতে সাইকেল আরোহী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গডে তুলেছে যুব সংগঠন ডি ওয়াই ও৷ একই দাবিতে ‘কলকাতা সাইকেল আরোহী ও জীবন–জীবিকা রক্ষা কমিটি’র আন্দোলনেও ডিওয়াইও পাশে ছিল৷

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে জীবন জীবিকা বাঁচাতে কলকাতার রাস্তায় চলাচলের জন্য সাইকেলেই অন্যতম গুরুত্বপূর্ণ যান হয়ে উঠেছে৷ এই অবস্থায়, ৩ জুন পরিবহণমন্ত্রীকে ও ৫ জুন সাইকেল মিছিল সংগঠিত করে জয়েন্ট কমিশনার অফ পুলিশ (ট্রাফিক)কে ডি ওয়াই ও–র পক্ষ থেকে ডেপুটেশন দিয়ে দাবি জানানো হয়, করোনা পরিস্থিতিতে কলকাতার নোসাইক্লিং জোন তুলে দিয়ে সর্বত্র সাইকেলে যাতায়াতের অনুমতি দেওয়া হোক৷ দাবি জানানো হয়, লকডাউনের পরে কলকাতার দূষণের মাত্রা নিয়ন্ত্রণে পরিবেশ বান্ধব যান সাইকেল চলতে দিতে হবে৷ জনমতের এই চাপে, ৭ জুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তাঁরা কলকাতার রাস্তায় সাইকেলে যাতায়াতের অনুমতি দিচ্ছেন৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্ত জনমতকেই মান্যতা দেয়৷ এই জয় গণআন্দোলনের জয়, জনসাধারণের জয়৷ ডিওয়াইও’র পক্ষ থেকে এই জয়ের জন্য জনসাধারণকে সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কলকাতা জেলা সম্পাদক সঞ্জয় বিশ্বাস৷ তিনি বলেন, নিরাপদে এবং নির্বিঘ্ণে সাইকেলে যাতায়াতের জন্য ‘লেন’ তৈরির প্রয়োজন, এ বিষয়ে সরকার যদি চায় আমরা প্রস্তাব দিয়ে সহযোগিতা করতে পারি৷