কর্ণাটকে ছাত্র আন্দোলনের জয়

কর্ণাটকের কলেজগুলিতে সরকার দেরিতে বাস–পাস দেওয়ায় ছাত্রছাত্রীরা ব্যাপক অসুবিধার সম্মুখীন হন৷ গরিব পরিবারের ছাত্রছাত্রীরা এতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হন৷ তাঁদের প্রত্যেক দিন কলেজ যাতায়াত করতে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত খরচ করতে হয়৷ এই পরিস্থিতিতে এ আই ডি এস ও দ্রুত বাস–পাস দেওয়ার দাবিতে ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে৷ বাঙ্গালোর, গুলবর্গা, ইয়াদগিরি ও অন্যান্য জেলাতে কর্তৃপক্ষ আন্দোলনের চাপে বাধ্য হয় দ্রুত দাবি মেনে নিতে৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৪ সংখ্যা)