করোনা মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে কলকাতার সমস্ত বরোতে ডেপুটেশন

কোভিড পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় মানুষের পাশে সরকার এবং প্রশাসনকে অবিলম্বে দাঁড়ানোর আবেদন জানিয়ে কলকাতায় দলের আঞ্চলিক কমিটিগুলির পক্ষ থেকে সমস্ত বরোতে কোথাও অনলাইনে কোথাও সরাসরি দেখা করে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিটি ওয়ার্ডে এবং পঞ্চায়েত এলাকায় সেফহোম গড়ে তোলা, ইমারজেন্সি রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড চালু করা, প্রতিটি এলাকায় অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা, করোনা রোগীকে প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন সরবরাহ সহ আট দফা দাবিপত্র পেশ করা হয়।

২১ মে দলের বেলেঘাটা ও উল্টোডাঙা-মানিকতলা লোকাল কমিটির পক্ষ থেকে ফুলবাগানে কলকাতা পুরসভার ৩ বরো অফিসে ডেপুটেশন দেওয়া হয়। ২০ মে দলের সোনারপুর লোকাল কমিটির পক্ষ থেকে স্থানীয় বিডিও এবং স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দেওয়া হয় এবং দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিডিও দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দেন।

সোনারপুর বিডিও এবং স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি

গণদাবী ৭৩ বর্ষ ৩৪ সংখ্যা