কমিটির নামে কালক্ষেপ নয়, রাজ্য সরকারকে অবিলম্বে পাশ–ফেল চালুর ঘোষণা করতে হবে

দিল্লি, ফাইল চিত্র

অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক কার্তিক সাহা ১৯ জুলাই এক বিবৃতিতে বলেন, রাজ্য সরকার  ৫ সদস্যের কমিটি গড়ে পাশ–ফেল সংক্রান্ত ঘোষণায় পুনরায় কালক্ষেপ করতে চাইছে৷ কমিটিতে সরকারি ব্যক্তি ছাড়া কাউকে রাখা হয়নি– এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক৷ ইতিপূর্বে বিভিন্ন সময়ে সরকারি ঘোষণা এবং ২২ ডিসেম্বর ’১৭–এর শিক্ষক সংগঠন, সরকারি আধিকারিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক প্রতিনিধিদের বৈঠকের মূল সুর ছিল প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু করা– যা রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করছে৷ আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷

আমাদের সুস্পষ্ট দাবি– ইতিমধ্যে পাশ–ফেল না থাকায় কোটি কোটি শিক্ষার্থীর বিপুল ক্ষতি হয়েছে, তাই আর কালক্ষেপ নয় অবিলম্বে রাজ্য সরকারকে পাশ–ফেল চালু করার সরকারি ঘোষণা করতে হবে এবং উন্নত শিক্ষার স্বার্থে, কোটি কোটি শিক্ষার্থীর জীবন বাঁচাতে শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক অর্থাৎ প্রথম শ্রেণি থেকে তা চালু করতে হবে৷

(৭০ বর্ষ ৪৯ সংখ্যা ২৭ জুলাই, ২০১৮)