কমরেড শিবদাস ঘোষের শিক্ষা থেকে

‘‘পরিবর্তন বিপ্লব ছাড়া হবে না এবং এই বিপ্লব কথাটা ভাসাভাসা ও ঢিলেঢালাভাবে বুঝলেও চলতে পারে না। … বিপ্লব আর বিপ্লবী পার্টির প্রশ্ন ওতপ্রোতভাবে জড়িত। কারণ, এমন কাণ্ড কখনওই ঘটে না যে, বিপ্লব হয়ে যাবে অথচ বিপ্লবী পার্টি নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয়নি। এমন কাণ্ড ইতিহাসে কোনও দিন হয়নি, হয় না, হতে পারে না। সমাজে শ্রমিক-চাষি-শোষিত মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে বিপ্লব বারবার গমকে গমকে আসতে চাইবে, গমকে গমকে ফেটে পড়তে চাইবে।

সমাজ অভ্যন্তরের দ্বন্দ্ব ফুলে ফুলে উঠে বারবার বলতে চাইবে– এ অবস্থার আমূল পরিবর্তন চাই; মানুষের মগজের কাছে, মানুষের কাছে আবেদন করতে চাইবে– বিপ্লব আমি চাই। কিন্তু বিপ্লব ততদিন হবে না, বার বার সে ফিরে যাবে, বিপথগামী হয়ে ফিরে যাবে, বার বার তার দ্বারা প্রতিক্রিয়া লাভবান হবে, বিপ্লব হবে না, যতদিন না বিপ্লবে নেতৃত্ব দেবার উপযুক্ত শক্তি নিয়ে বিপ্লবী পার্টির আবির্ভাব হবে। তাই আপনারা মনে রাখবেন, শুধু বিপ্লব চাই– এটা কোনও বিপ্লবী চেতনা নয়। তাই শ্রমিকশ্রেণি, সর্বহারার কথা আমি চিন্তা করি– এটাও কোনও সর্বহারা শ্রেণিচেতনা নয়। সঠিক বিপ্লবী চেতনা হ’ল, সঠিক সর্বহারা শ্রেণিচেতনা, আর সঠিক সর্বহারা শ্রেণিচেতনা হ’ল সঠিক পার্টিচেতনা– অর্থাৎ আপনারা সঠিক বিপ্লবী পার্টি চিনতে পেরেছেন কি না।’

(এক মহান বিপ্লবী চরিত্রের প্রতি শ্রদ্ধার্ঘ্য, নির্বাচিত রচনাবলী তৃতীয় খণ্ড)