ওয়াটার ক্যারিয়ার ও সুইপারদের নিয়মিত করার দাবি

মেদিনীপুর জেলা ওয়াটার ক্যারিয়ার ও সুইপার ইউনিয়নের পক্ষ থেকে ১০ জুলাই ভূমি ও ভূমিসংস্কার আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়৷

সরকারি দপ্তরে চতুর্থ শ্রেণির কর্মচারী না থাকায় এই কর্মীরা অফিস খোলা, নোটিশ বিলি, তদন্ত কার্যে সাহায্য করা সহ অফিসে নানা কাজ করে থাকেন৷ কাউকে কাউকে ১০টা থেকে ৫টা পর্যন্ত কাজ করতে হয়৷ অথচ বেতন মাত্র ৩ হাজার টাকা যা দিয়ে পরিবার নিয়ে দিনযাপন অসম্ভব৷

তাঁদের দাবি, ওয়াটার ক্যারিয়ার ও সুইপারদের নিয়মিত কর্মচারীর মর্যাদা দিতে হবে, ন্যূনতম ১৮০০০ টাকা মাসিক বেতন, অবসরের পর ২ লক্ষ টাকা প্রদান করতে হবে, সমস্ত দপ্তরের কর্মীদের হেলথ স্কিম–২০০৮, পি এফ ও বোনাসের অন্তর্ভুক্ত করতে হবে, বকেয়া প্রদান করতে হবে, হাজিরা খাতা চালু সহ ছুটির ব্যবস্থা করতে হবে৷

(৭১ বর্ষ ১ সংখ্যা ৩ আগস্ট, ২০১৮)