ওষুধের দামবৃদ্ধিতে আরও নিঃস্ব হবে জনগণ –এসইউসিআই(সি)

ওষুধের দাম বৃদ্ধির তীব্র নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৭ মার্চ এক বিবৃতিতে বলেন, অত্যাবশ্যকীয় ওষুধের দাম বৃদ্ধির এই চূড়ান্ত জনবিরোধী নীতির তীব্র বিরোধিতা করছি ও অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনে জয় হাসিল করার পর থেকেই কেন্দ্রীয় বিজেপি সরকার প্রায় প্রতিদিনই পেট্রল-ডিজেলের দাম বাড়িয়ে চলেছে। কেরোসিন এবং রান্নার গ্যাসে ভর্তুকি কার্যত তুলেই দিয়েছে। এখন ৮০০টির মতো জরুরি ওষুধের দাম ১০.৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এপ্রিলের শুরুতেই তা কার্যকর হবে। যথারীতি কাঁচামালের দাম বাড়া ও ওষুধ কোম্পানিগুলির যথেষ্ট মুনাফার হার রক্ষাকে অজুহাত হিসাবে খাড়া করা হয়েছে।

এ কথা বলবার অপেক্ষা রাখে না যে, ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা এবং সরকারি হাসপাতালে বিনামূল্যে দেওয়া ওষুধের সংখ্যা অর্ধেকেরও বেশি কমিয়ে দেওয়ার পাশাপাশি খোলা বাজারে ওষুধের এই চড়া হারে দামবৃদ্ধি সাধারণ মানুষকে নিঃস্ব করে দেবে।

গণদাবী ৭৪ বর্ষ ৩৩ সংখ্যা ৮ এপ্রিল ২০২২