ওষুধের গুণমান পরীক্ষা বন্ধ : মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা

একটা সরকার কতটা জনদরদি, তা প্রমাণ হয় তার শিক্ষানীতি, স্বাস্থ্যনীতিতে৷ আর সরকার সাধারণের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কতটা আন্তরিক তা স্পষ্ট হয় ওষুধ নীতিতে৷ রাজ্যে ৩৫০টিরও বেশি জরুরি ওষুধের গুণমান পরীক্ষা বন্ধ, তা নিয়ে সরকারের নিষ্পৃহতা প্রমাণ করে তারা আদৌ জনদরদি নয়৷ সমস্ত কিছুই লোকদেখানো৷

অধিকাংশ ওষুধের গুণমান পরীক্ষা হয় কলকাতায় স্টেট ড্রাগস কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে৷ এ বার ৩৫০টিরও বেশি জরুরি ওষুধের গুণমান পরীক্ষা বন্ধ হয়েছে৷ অ্যাসিড, অ্যালকোহল, ড্রাগ, রি–এজেন্ট ইত্যাদির মাধ্যমে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া মেনে যে কোনও ওষুধের গুণমান যাচাই করা হয়৷

এগুলিকে একযোগে ‘স্ট্যান্ডার্ড’ বলা হয়৷ সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি বা ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন এইসব স্ট্যান্ডার্ড বিনামূল্যে সরবরাহ করে৷ কিন্তু সেগুলি পেতে স্টেট ড্রাগস কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরির যে উদ্যোগ দরকার ছিল, তা তারা নিতে পারেননি৷ তাই বন্ধ ৩৫০টিরও বেশি ওষুধের গুণমান পরীক্ষা৷

সূত্র : বর্তমান –১০ এপ্রিল, ২০১৮

(৭০ বর্ষ ৩৯ সংখ্যা ১৮ মে, ২০১৮)