এস ইউ সি আই (সি) এগিয়ে

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বাম দলগুলির মধ্যে সর্বাধিক আসনে লড়ছে এস ইউ সি আই (কমিউনিস্ট)। কেরালার অগ্রগণ্য মালয়ালম দৈনিক ‘মাতরুভূমি’ ৩১ মার্চ এই মর্মে একটি প্রতিবেদন ছাপিয়েছে। ১৪ লাখের মতো পাঠক এই পত্রিকার। পত্রিকাটি যে তথ্য পরিবেশন করেছে তাতে সিপিআই লড়ছে ৫০টি আসনে, সিপিএম ২২৭টি আসনে এবং এস ইউ সি আই (কমিউনিস্ট) লড়ছে ২৫৮টি আসনে। যদিও পরে আরও কিছু আসনে প্রার্থী দেওয়ায় সংখ্যাটা বেড়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ১৯৬টি, কেরালায় ৩৬টি, আসামে ২৮টি তামিলনাড়ূতে ৫টি এবং পুদুচেরিতে ৩টি, মোট ২৬৮টি। ২০১৯-এর লোকসভা নির্বাচনে ২৩টি রাজ্যে ১১৯টি আসনে প্রার্থী দিয়েছিল এস ইউ সি আই (সি)। সিপিআই(এম) লড়েছিল ৭১টিতে, সিপিআই ৫৪ এবং ফরওয়ার্ড ব্লক ১৫টিতে। রিপোর্টে বলা হয়েছে ২৭টি রাজ্যে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাংগঠনিক ভিত্তি রয়েছে। তার মধ্যে বেশ কিছু রাজ্যে তা শক্তিশালী। ২০০৯ সালে সাংসদ ছিল একজন, ডাঃ তরুণ মণ্ডল। আসামে ২ জন এবং ওড়িশায় একজন বিধায়ক ছিলেন। দলের কেন্দ্রীয় অফিস কলকাতায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ এবং কেরালা রাজ্য সম্পাদক ডাঃ ভি ভেনুগোপাল।