Breaking News

এস ইউ সি আই (কমিউনিস্ট)–কে ভোট দিতে চাওয়ার অপরাধে খুন

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১৯ মে এক প্রেস বিবৃতিতে বলেন,

‘‘ভোটের মাধ্যমে যে কোনও উপায়ে ক্ষমতায় আসার উদগ্র বাসনা কী ভাবে ক্ষমতালোভী দলগুলোকে সমস্ত নীতি নৈতিকতা বিবর্জিত করেছে তা আজ মথুরাপুরের জেসমিনা গাজির হত্যাকাণ্ডের ঘটনা প্রমাণ করছে৷

জেসমিনা জয়নগর লোকসভা কেন্দ্রের বাইশহাটা অঞ্চলের মেয়ে, এস ইউ সি আই (সি) দলের ভোটার, কয়েক মাস আগে বিয়ে হয়েছে মথুরাপুরের তেঁতুলবেডিয়ায়৷ শ্বশুরবাড়ি তৃণমূলের সমর্থক৷ তিনি কয়েকদিন আগেই বাপের বাড়িতে ছিলেন৷ যাতে তিনি এস ইউ সি আই (সি)–কে ভোট দিতে না পারেন তার জন্য তাঁর স্বামী কয়েকদিন আগে জোর করে তাঁকে শ্বশুরবাডিতে নিয়ে আসে৷ গতকাল তিনি ভোট দিতে চেয়ে বাপের বাড়ি যেতে চেয়েছিলেন৷ এস ইউ সি আই (সি)–কে ভোট দিতে চাওয়ার অপরাধে তাঁকে মারধর করে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়৷ সংসদীয় রাজনীতির কতটা অধঃপতন হলে এই কাজ সম্ভব হতে পারে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি৷’’

(গণদাবী : ৭১ বর্ষ ৪১ সংখ্যা)