এসএসসি চাকরিপ্রার্থীদের উপর পুলিশি নির্যাতন, তীব্র নিন্দা এআইডিওয়াইও-র

৩ মার্চ কলেজ স্ট্রিটে এসএসসি চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশি হামলার তীব্র নিন্দা করেছে যুব সংগঠন ডি ওয়াই ও। সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড মলয় পাল বলেন, এসএসসি ও এসএলএসটি চাকরিপ্রার্থীরা এক বছর ধরে রাস্তায় বসে আছে। বেকারত্বের জ্বালায় যুবসমাজ ছটফট করছে। এর প্রতিকারের দাবি করলে জুটছে লাঠি, মিথ্যা মামলা, কারাদণ্ড। তিনি ক্ষোভের সাথে বলেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ দ্রুত নষ্ট হচ্ছে। প্রতিবাদী ছাত্র আনিস খান খুন হয়ে গেল। খুনিরা এখনও অধরা। তিনি দাবি করেন, অবিলম্বে আনিস খানের প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলবন্দি আন্দোলনকারী নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, সাধারণ মানুষের ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলন করার অধিকারকে খর্ব করা চলবে না, এসএসসি দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

গণদাবী  ৭৪ বর্ষ ৩০ সংখ্যা ১১ মার্চ ২০২২