Breaking News

এসইউসিআই (সি)–কে হারাতেবিজেপি–তৃণমূলের সঙ্গে সিপিএমের জোট, সিপিএম রাজ্য সম্পাদককে সৌমেন বসুর খোলা চিঠি

প্রিয় কমরেড,

সংবাদপত্র থেকে জানলাম যে পঞ্চায়েত নির্বাচনের কোনও স্তরে আপনার দলের কেউ যদি কোথাও তৃণমূল ও বিজেপি–র সাথে আঁতাত/সমঝোতা করে, তবে তাদের আপনারা দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন৷ অনেক দেরিতে হলেও আপনারা যে এমন সিদ্ধান্ত নিয়েছেন, এটা ভাল৷ কিন্তু এই প্রসঙ্গে কিছু ঘটনা সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই৷                                                                                                          

মনোনয়নপর্ব শেষ হওয়ার পর পরই পশ্চিমবঙ্গের নানা সংবাদপত্রে ‘বিজেপি–সিপিএম’, ‘তৃণমূল–সিপিএম’ প্রকাশ্য বোঝাপড়ার সংবাদ ছবিসহ প্রকাশিত হয়েছে৷ যেমন ধরুন, দক্ষিণ ২৪ পরগণার কুলতলি ব্লকের মৈপীঠ অঞ্চল৷ গত নির্বাচনে ওখানে জয়ী হয়ে পঞ্চায়েতের ক্ষমতা এস ইউ সি আই (সি)–র হাতে৷ সমগ্র ’৯০ দশক জুড়ে ওখানে নারকীয় অত্যাচার চালিয়েছে আপনার দল, তাতেও এস ইউ সি আই (সি)–র সংগঠন ভাঙতে পারেনি৷

এবার এস ইউ সি আই (সি)–কে হারাবার জন্য আপনার দল শাসক তৃণমূল কংগ্রেসের সাথে জোট বেঁধেছে এবং দেওয়ালে দুই দলের প্রার্থীর নাম ও প্রতীক দিয়ে প্রচারও চালাচ্ছে–যে ছবি বেশ কিছুদিন আগেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে৷ একই ঘটনা নদিয়া জেলার পলশুণ্ডা ১ নং পঞ্চায়েতে ঘটেছে৷ এই পঞ্চায়েত দীর্ঘকাল ধরেই এস ইউ সি আই (সি)–র হাতে রয়েছে৷ এবার সেখানে আপনার দল এস ইউ সি আই (সি)–কে হারাবার জন্য কোথাও তৃণমূল, কোথাও বিজেপি–র সাথে প্রকাশ্যে জোট করেছে৷ নদিয়ার কালীগঞ্জ থানার পানিঘাটা পঞ্চায়েতেও এ জিনিস হয়েছে৷

পশ্চিমবঙ্গে গ্রামে–গঞ্জে জনগণের মুখে মুখে ঘুরছে যে, সিপিএমের তরফ থেকে বলা হচ্ছে, যেখানে সিপিএম–এর প্রার্থী নেই সেখানে বিজেপি–কে ভোট দাও৷ আপনার নিজের বিধানসভা কেন্দ্র নারায়ণগড়ও এর ব্যতিক্রম নয়৷ এ জিনিস কী করে ঘটতে পারল?

আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই চিঠি দিলাম৷ আশা করি কথাগুলি বিবেচনা করবেন৷

সৌমেন বসু, সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, এসইউসিআই(সি)

(৭০ বর্ষ ৩৯ সংখ্যা ১৮ মে, ২০১৮)