Breaking News

এসইউসিআই (কমিউনিস্ট)–এর ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী

নির্বাচনী প্রচারের মধ্যেও দেশজুড়ে পালিত হল

এসইউসিআই (কমিউনিস্ট)–এর ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী

জয়নগর, পশ্চিমবঙ্গ

২৪ এপ্রিল দলের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে শচীন ব্যানার্জী–সুবোধ ব্যানার্জী মেমোরিয়াল ট্রাস্ট গ্রাউন্ডে জেলার কয়েক হাজার কর্মী সমর্থক দরদির উপস্থিতিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়৷ বক্তব্য রাখেন দলের পলিটবুরো সদস্য কমরেড সৌমেন বসু এবং রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য৷ সভাপতিত্ব করেন দলের পলিটবুরোর প্রবীণ সদস্য ও দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পাদক কমরেড দেবপ্রসাদ সরকার৷ দলের রাজ্য ও জেলা নেতৃবৃন্দ ছাড়াও দক্ষিণ ২৪ পরগণার চারটি লোকসভা কেন্দ্রের প্রার্থীরাও উপস্থিত ছিলেন৷

২৪ এপ্রিল কলকাতায় মহান নেতা কমরেড শিবদাস ঘোষের স্মৃতি বিজড়িত দলের কেন্দ্রীয় অফিস ৪৮ লেনিন সরণিতে রক্তপতাকা উত্তোলন ও কমরেড শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন পলিটবুরো সদস্য কমরেড অসিত ভট্টাচার্য৷ কেন্দ্রীয় ও রাজ্য নেতৃবৃন্দ সহ বহু কর্মী–সমর্থক উপস্থিত ছিলেন৷
হায়দরাবাদে প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শ্রীধর

কর্ণাটক : ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৬ এপ্রিল বাঙ্গালোরের ইউভিসিই অ্যালামনি অ্যাসোসিয়েশন হলে জনসভা অনুষ্ঠিত হয়৷ কয়েক শত ছাত্র–যুবক সাধারণ মানুষ যোগ দেন৷ প্রধান বক্তা পলিটবুরো সদস্য কমরেড কে রাধাকৃষ্ণ বলেন, বিজেপিকে রোখার নামে কংগ্রেসের লেজুড়বৃত্তি করার যে নীতি সিপিআই–সিপিএম নিয়েছে তাতে বামপন্থী আন্দোলন দুর্বল হবে৷ মার্কসবাদ–লেনিনবাদের ভিত্তিতে জীবন পরিচালনা করার জন্য কর্মী সমর্থকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷ ভারতবর্ষের বুকে মার্কসবাদ–লেনিনবাদকে বিশেষীকৃত করার পথে সঠিক বিপ্লবী দল এসইউসিআই(সি)– কে গড়ে তুলেছিলেন মহান মার্কসবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষ৷ এই দলকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি৷ এ ছাড়াও বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কে উমা৷ সভাপতিত্ব করেন রাজ্য কমিটির সদস্য কমরেড এমএন শ্রীরাম৷

অন্ধ্রপ্রেদেশের তিরুপতি শহরে সভায় বক্তব্য রাখছেন কমরেড রাধাকৃষ্ণ

অন্ধ্রপ্রদেশ : ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৭ এপ্রিল অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে জনসভায় বক্তব্য রাখেন দলের পলিটবুরো সদস্য কমরেড কে রাধাকৃষ্ণ, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কর্ণাটক রাজ্য সম্পাদক কমরেড কে উমা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য সংগঠনী কমিটির সম্পাদক কমরেড বি এস অমরনাথ৷ সভাপতিত্ব করেন রাজ্য সংগঠনী কমিটির সদস্য কমরেড জি ললিতা৷ কমরেড গোবিন্দরাজালু কমরেড রাধাকৃষ্ণের ভাষণ অনুবাদ করে শোনান৷

গুজরাট : ২৮ এপ্রিল প্রতিষ্ঠা বার্ষিকীর সভা অনুষ্ঠিত হয় বদোদরায়৷ প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দ্বারিকা রথ দলের কর্মী সমর্থকদের আদর্শগত–সাংস্কৃতিক মানোন্নয়নে জোর দেন৷ বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন রাজ্য সম্পাদক কমরেড মীনাক্ষী যোশী৷ সভাপতিত্ব করেন, রাজ্য সংগঠনী কমিটির সদস্য কমরেড তপন দাশগুপ্ত৷

আগরতলায় প্রতিষ্ঠা বার্ষিকীর সভা

ত্রিপুরা : ২৬ এপ্রিল আগরতলার শকুন্তলা রোডে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়৷ প্রথমে বক্তব্য রাখেন রাজ্য সংগঠনী কমিটির সদস্য কমরেড সুব্রত চক্রবর্তী৷ প্রধান বক্তা কমরেড অরুণ ভৌমিক এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠার সংগ্রামকে বিস্তৃতভাবে তুলে ধরেন৷ তিনি নির্বাচনসর্বস্ব রাজনীতিকে পরিত্যাগ করে বিপ্লবী আদর্শ ভিত্তিক রাজনীতি গ্রহণ করার জন্য জনসাধারণের কাছে আহ্বান জানান৷

(গণদাবী : ৭১ বর্ষ ৩৮ সংখ্যা)