এসইউসিআই(সি)–র তৃতীয় কংগ্রেসের প্রস্তুতিতে রাজ্যে রাজ্যে সম্মেলন

এস ইউ সি আই (সি) তৃতীয় পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে আগামী ২১–২৬ নভেম্বর, ঝাড়খণ্ডে৷ নেতা–কর্মীদের মধ্যে কমিউনিস্ট চরিত্র অর্জনের সংগ্রাম তীব্রতর করা, নির্বাচনসর্বস্ব রাজনীতির বিরুদ্ধে জনতার বিপ্লবী রাজনৈতিক শক্তি গড়ে তোলা এবং জনজীবনের সমস্যা নিয়ে দেশব্যাপী গড়ে ওঠা আন্দোলন শক্তিশালী করাই এই কংগ্রেসের উদ্দেশ্য৷ সেই লক্ষ্যে রাজ্যে রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন, কনভেনশন৷

ঝাড়খণ্ড : ১৩ অক্টোবর ঝাড়খণ্ড রাজ্য দ্বিতীয় কনভেনশন রাঁচিতে অনুষ্ঠিত হয়৷ কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সৌমেন বসু, ওড়িশা রাজ্য সম্পাদক কমরেড ধূর্জটি দাস, বিহার রাজ্য সম্পাদক কমরেড অরুণ সিংহ৷ কমরেড রবীন  সমাজপতিকে সম্পাদক করে  ঝাড়খণ্ড রাজ্য সংগঠনী কমিটি গঠিত হয়৷ কমিটির বাকি সদস্যরা হলেন কমরেডস কে পি সিং, বিমল দাস, সুমিত রায়, দীপক কুমার৷

গুজরাট : গুজরাট রাজ্য সংগঠনী কমিটির কনভেনশন অনুষ্ঠিত হয় আমেদাবাদে, ১৫ অক্টোবর৷ জাতীয় পরিস্থিতি এবং আন্তর্জাতিক পরিস্থিতি সংক্রান্ত দলিল দুটি নিয়ে প্রতিনিধিরা তাঁদের লিখিত মতামত দেন৷ ওই দিনই প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয় আমেদাবাদের লালদরওয়াজায় মনিবেন হলে৷ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শংকর সাহা, বিদায়ী সম্পাদক কমরেড দ্বারিকানাথ রথ৷ কনভেনশনে কমরেড মীনাক্ষী যোশীকে সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট সংগঠনী কমিটি গঠিত হয়৷

তেলেঙ্গানা : হায়দরাবাদের খৈরতাবাদে ১৭–১৮ অক্টোবর তেলেঙ্গানা রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কমরেড শঙ্কর ঘোষ৷ পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কে রাধাকৃষ্ণ৷ শহিদ বেদিতে মাল্যদান করেন তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক রাজ্য প্রতিনিধিবৃন্দ৷ বক্তব্য রাখেন স্টাফ মেম্বার এবং তেলেঙ্গানা–অন্ধ্র–তামিলনাড়ু-পণ্ডিচেরীর ইনচার্জ কমরেড কে শ্রীধর সহ অন্যান্যরা৷ কনভেনশনে কমরেড মুরাহরিকে সম্পাদক করে ছয় সদস্যের রাজ্য সংগঠনী কমিটি গঠিত হয়৷ কমিটির বাকি সদস্যরা হলেন কমরেডস সি এইচ প্রমিলা, কে ভরত, পি তেজা, আর গঙ্গাধর, ওয়াই নাগরাজ৷

আন্দামান ও নিকোবর : ২৯ সেপ্টেম্বর পোর্টব্লেয়ারে অনুষ্ঠিত হল এস ইউ সি আই (সি) আন্দামান–নিকোবর প্রথম কনভেনশন৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কমরেড মানব বেরা এবং কমরেড ডাঃ অশোক সামন্ত৷ পতাকা উত্তোলন করেন কমরেড বিজন কুমার মণ্ডল৷ সাংগঠনিক রিপোর্ট পেশ করেন কমরেড মোহন মিস্ত্রি৷ কনভেনশনে কমরেড বলরাম মান্নাকে সম্পাদক নির্বাচন করে ১২ সদস্যের আন্দামান–নিকোবর প্রস্তুতি কমিটি গঠিত হয়৷

ত্রিপুরা : ২৮ অক্টোবর আগরতলার মহারাণি তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ত্রিপুরা রাজ্য দ্বিতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়৷ উপস্থিত প্রতিনিধিগণ জাতীয় পরিস্থিতি ও আন্তর্জাতিক পরিস্থিতি সংক্রান্ত দলিলের ওপর মতামত দেন৷ কেন্দ্রীয় পর্যবেক্ষক কমরেড মানব বেরা ও কমরেড স্বপন ঘোষাল এরাজ্যে মহান নেতা শিবদাস ঘোষের শিক্ষার ভিত্তিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলকে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান৷ সবশেষে কনভেনশনের সভাপতি কমরেড অরুণ ভৌমিক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন৷ কমরেড অরুণ ভৌমিককে পুনরায় সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট রাজ্য সংগঠনী কমিটি গঠিত হয়৷ কমিটির সদস্যরা হয়েছেন কমরেডস শিবানী দাস, মলিন দেববর্মা, সুব্রত চক্রবর্তী, সঞ্জয় চৌধুরী৷

(৭১ বর্ষ ১২ সংখ্যা ২ – ৮ নভেম্বর, ২০১৮)