এফআরডিআই : ব্যাঙ্ককর্মীদের বিক্ষোভ

জনবিরোধী এফ আর ডি আই বিল প্রত্যাহারের দাবিতে ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে ৯ জানুয়ারি কলকাতার বিবাদি বাগে ব্যাঙ্ককর্মী এবং গ্রাহকদের অবস্থান–বিক্ষোভ কর্মসূচি পালিত হয়৷ সম্পাদক গৌরীশঙ্কর দাসের নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল রাজ্যপাল এবং কলকাতায় অবস্থিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজিওনাল ডাইরেক্টরের মাধ্যমে আরবিআই গভর্নরের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়৷

অবস্থান মঞ্চে বিভিন্ন বক্তা ব্যাঙ্ককর্মী এবং আমানতকারীদের স্বার্থবিরোধী এই বিলের বিভিন্ন ধারার উল্লেখ করে বিলটি বাতিল করার জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷ বক্তব্য রাখেন এআইইউটিইউসি রাজ্য সম্পাদক দিলীপ ভট্টাচার্য, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের সাধারণ সম্পাদক জগন্নাথ রায়মণ্ডল, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি সত্যেন মজুমদার প্রমুখ৷ এছাড়া বক্তব্য রাখেন ফোরামের সভাপতি অরূপ রতন সাহা, আলোকতীর্থ মণ্ডল, পূর্ণেন্দু বিশ্বাস (ইউকো ব্যাঙ্ক), নূপুর সোম (এসবিআই), কে জি সাহা (ব্যাঙ্ক অফ বরোদা), চণ্ডী ব্যানার্জী, সোমনাথ মাইতি (পিএনবি), ইন্দ্রনাথ দুয়া, সুশীল কুমার দাস (ইউবিআই), শ্রীরূপ দাস (গ্রামীণ ব্যাঙ্ক), নির্মল মাঝি, শ্যামল হালদার, সোমনাথ পাল, আজাদুর রহমান (আইডিবিআই) প্রমুখ৷