এনআরসি–র নামে আসামের লক্ষ লক্ষ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত ব্যর্থ করুন — এস ইউ সি আই (কমিউনিস্ট)

দিল্লি

এস ইউ সি আই (সি)–র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেছেন, তথাকথিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে আসামে ১৯ লক্ষের বেশি মানুষের নাম বাদ দেওয়ার ঘটনায় আমরা গভীর ভাবে উদ্বিগ্ন৷ কেন্দ্রীয় এবং আসাম রাজ্য সরকার অসৎ উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়ে এই পরিকল্পনা রচনা করেছে৷ উগ্র জাতীয়তাবাদী,  সাম্প্রদায়িক ও জাতিবিদ্বেষী শক্তির নির্দেশেই তাদের এই ফ্যাসিবাদী পদক্ষেপ৷ এর দ্বারা ধর্ম, বর্ণ, জাত–পাত, সম্প্রদায় ও ভাষাকে ভিত্তি করে শ্রমজীবী মানুষের মধ্যে বিভেদ তৈরি হবে৷ এনআরসি থেকে বাদ যাওয়া সহায়–সম্বলহীন মানুষগুলির জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে৷ নিপীড়িত মানুষের ঐক্য ধ্বংসকারী এই পদক্ষেপ শাসক পুঁজিপতি শ্রেণির হাতকে শক্তিশালী করে তাদের নির্মম শোষণমূলক ব্যবস্থাকে দীর্ঘায়িত করবে৷

আমরা দৃঢ়ভাবে দাবি করছি, বহু বছর ধরে আসামে বসবাসকারী লক্ষ লক্ষ প্রকৃত ভারতীয়ের নাগরিকত্ব কেড়ে নেওয়ার এই চক্রান্ত বন্ধ করতে হবে৷ এ কাজে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে বাধ্য করতে দেশজোড়া ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি৷ জনগণের কাছে আমরা আবেদন করছি, আরএসএস–বিজেপি পরিচালিত এই দূরভিসন্ধিমূলক এনআরসি অন্যান্য রাজ্যেও চালু করার অপচেষ্টা ব্যর্থ করুন৷

(গণদাবী : ৭২ বর্ষ ৬ সংখ্যা)