এআইডিএসও-র ক্রীড়া কর্মশালা

এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে গত ২৯ মে কলকাতায় অনুষ্ঠিত হল সেল্ফ ডিফেন্স ও ফুটবল প্রশিক্ষণ শিবির। রাজ্যের প্রায় সমস্ত জেলা থেকে ১০০ জন ছাত্রছাত্রী অংশ নেন। শিবিরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের গোল্ডেন বেবি লিগ অপারেটর ভূপেন পাল এক মনোজ্ঞ আলোচনার মাধ্যমে কী ভাবে শিশু কিশোরদের খেলাধূলা তথা ফুটবল খেলার প্রতি আকর্ষণ তৈরি করা যায় সে সম্পর্কে বক্তব্য রাখেন। পাশাপাশি ছোটদের কী ভাবে ফুটবল প্রশিক্ষণ দিতে হয় তা হাতে-কলমে করে দেখান। খেলার মাধ্যমে কী ভাবে শিশুর মানসিক বিকাশ ঘটে এবং ভালো মানুষ হিসাবে তাদের গড়ে তোলা যায় সে বিষয়েও ভূপেনবাবু আলোচনা করেন।

অন্য দিকে সমাজ জুড়ে যেভাবে নারী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে মেয়েদের আত্মরক্ষার প্রাথমিক প্রশিক্ষণও দেওয়া হয়। শিশু-কিশোরদের মোবাইল আসক্তি দূর করতে এআইডিএসও-র উদ্যোগে রাজ্যের প্রতি প্রান্তে তাদের খেলাধূলায় আকর্ষণ বৃদ্ধি করার পাশাপাশি মনীষীদের জীবনচর্চার পরিকল্পনা করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন এসইউসিআই(সি)-র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুব্রত গৌড়ী, এআইডিএসও-র রাজ্য সভাপতি কমরেড সামসুল আলম, কমরেড বিশ্বরঞ্জন গিরি ও কমরেড আবু সাঈদ। প্রতিটি জেলায় শিশু-কিশোরদের নিয়ে খেলার মাঠ পরিচালনা করতে করতেই ভারতের কিংবদন্তী ফুটবলার গোষ্ঠ পালের স্মৃতিতে ক্লাব গঠন করা হবে বলে সংগঠনের পক্ষে জানানো হয়।

গণদাবী ৭৪ বর্ষ ৪২ সংখ্যা ১০ জুন ২০২২