Breaking News

এআইকেকেএমএস-এর নদীয়া জেলা সম্মেলন

ধান, পাট, গম, আলু সহ সমস্ত কৃষিপণ্যে এমএসপি আইনসঙ্গত করা, সস্তায় সার সহ সকল কৃষি উপকরণ সরবরাহ, বিনা সুদে গরিব চাষিদের ব্যাঙ্ক ঋণ, গ্রামীণ বেকারদের সারা বছরের কাজ ও মজুরি বৃদ্ধি, খরা বন্যা রোধ করে সব কৃষি জমিতে সেচের ব্যবস্থা ইত্যাদি দাবিতে ১৩ মে এআইকেকেএমএস-এর চতুর্থ নদীয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড সেখ খোদাবক্স এবং দিল্লির কৃষক আন্দোলনের অন্যতম নেতা ও সংগঠনের সর্বভারতীয় সম্পাদক কমরেড শংকর ঘোষ। কমরেড মহিউদ্দিন মণ্ডলকে সভাপতি ও কমরেড কামালউদ্দিন সেখকে সম্পাদক করে ৫২ জনের জেলা কমিটি হয়।

গণদাবী ৭৪ বর্ষ ৩৯ সংখ্যা ২০ মে ২০২২