এআইএমএসএস-এর কলকাতা জেলা সম্মেলন

নারী নির্যাতন-ধর্ষণ, নারী-শিশু পাচার ও মদ-মাদকের প্রসার রুখতে এবং নয়া কৃষি আইন বাতিলের দাবিতে ১৩ ফেব্রুয়ারি ভারতসভা হলে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের সপ্তম কলকাতা জেলা সম্মেলন। সম্মেলন থেকে ৩৭ জনের জেলা কমিটি সহ মোট ৮১ জনের কমিটি তৈরি হয়েছে। নবনির্বাচিত কমিটির সভানেত্রী ও সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে অপর্ণা মণ্ডল ও অনন্যা নাইয়া। সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভানেত্রী সুজাতা ব্যানার্জী এবং এস ইউ সি আই (সি)-র কলকাতা জেলা সম্পাদক সুব্রত গৌড়ী।

উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কল্পনা দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাজের বুকে ঘটে চলা সমস্ত অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে, বিশেষ করে নারীসমাজের ওপর আক্রমণের বিরুদ্ধে সমাজতান্ত্রিক আন্দোলনের পরিপূরক গণআন্দোলন আগামী দিনে গড়ে তোলা এবং সেই উদ্দেশ্যে এলাকায় এলাকায় মহিলাদের সংগঠিত করার অঙ্গীকারের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।