উত্তর ২৪ পরগণায় বিড়ি শ্রমিকদের শিক্ষাশিবির

70 Year 32 Issue 30 March 2018

এআইইউটিইউসি পরিচালিত বিড়ি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশনের আহ্বানে ১৩ই মার্চ গাইঘাটায় জেলার বিড়ি শ্রমিকদের শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়৷ শিবির পরিচালনা করেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও এআইইউটিইউসি–র সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অচিন্ত্য সিংহ৷  উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক ও এআইইউটিইউসি–র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অশোক দাস, সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও এআইইউটিইউসি–র রাজ্য কমিটির সদস্য কমরেড সনাতন দাস, জেলা সম্পাদক কমরেড প্রদীপ চৌধুরী, জেলা সম্পাদকমণ্ডলীর  সদস্য কমরেড গৌতম দাস ও কমরেড ননীবালা বিশ্বাস৷

গণসঙ্গীত ও আবৃত্তির মধ্য দিয়ে শিক্ষাশিবির  শুরু হয়৷ কমরেড অচিন্ত্য সিংহ বলেন, বিড়ি শ্রমিকদের জীবনের সমস্যা আজ দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সমস্যার সাথে যুক্ত৷

এই সমস্যার হাত থেকে মুক্তির পথ নির্দেশ মিলবে মার্কসবাদ–লেনিনবাদ শিবদাস ঘোষের চিন্তাধারার মধ্যে৷ শাসক শ্রেণি শ্রমিক ঐক্যকে ভাঙার জন্য সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে৷ এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে৷ কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানান৷