Breaking News

উত্তর দিনাজপুরে রেশন দুর্নীতি বিরোধী আন্দোলন


বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষ যাতে ন্যূনতম খাবার পান, সেই দাবি জানিয়ে রায়গঞ্জে ডিস্ট্রিক্ট কন্টে্রালারকে ডেপুটেশন দেয় দলের উত্তর দিনাজপুর জেলা কমিটি। সম্প্রতি রাজ্য সরকার বিনামূল্যে কিছু রেশন সামগ্রী বন্টনের কথা ঘোষণা করেছে। কিন্তু রেশন ডিলাররা এই দুঃসময়েও ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করে চলেছেন। আবার বার বার আবেদন করেও যে সকল গরিব মানুষ আজও রেশন কার্ড পাননি এবং দু-তিন মাস আগে যারা নতুন রেশন কার্ড পেয়েছেন তাঁদের কাউকেই রেশন সামগ্রী দিচ্ছেন না এই ডিলাররা। এই সংকটময় পরিস্থিতিতে হতদরিদ্র মানুষদের খাদ্য ও পুষ্টির প্রয়োজনে দলের পক্ষ থেকে দাবি জানানো হয়, ১) শারীরিক দূরত্ব বজায় রাখতে প্রতি ডিলারকে কমপক্ষে সপ্তাহে ছ’দিন রেশন দোকান খোলা রেখে পাড়া ভিত্তিক রেশন সামগ্রী বণ্টন করতে হবে। বিষয়টি মাইক ও পোস্টারের মাধ্যমে প্রচার করতে হবে। ২) সরকার নির্ধারিত পরিমাণে রেশন সামগ্রী পাওয়া সুনিশ্চিত করতে হবে। ৩) দুর্নীতিগ্রস্ত ডিলারদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ৪) যে সব গরিব মানুষ এখনও রেশন কার্ড পাননি, তাঁদের জরুরি ভিত্তিতে কুপন বা কার্ডের মাধ্যমে রেশন দিতে হবে। ৫) নতুন কার্ড প্রাপকদেরও রেশন দিতে হবে। ৬) রেশনে ডাল, সরষের তেল, চিনি, সাবান প্রভৃতি বিনামূল্যে দিতে হবে।