উত্তরাখণ্ডে ভয়াবহ বিপর্যয় : দায়ী সরকার

৭ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষের মৃত্যু এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় শোক এবং সরকারের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর উত্তরাখণ্ড রাজ্য কো-অর্ডিনেটিং কমিটির ইনচার্জ কমরেড মুকেশ সেমওয়াল ওই দিনই এক বিবৃতিতে বলেন, হড়পা বানে ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্প এবং সংলগ্ন গ্রামগুলিতে বিপর্যয় নিশ্চিত ভাবেই মনুষ্যসৃষ্ট। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বিশেষজ্ঞদের হুঁশিয়ারি এবং সুপারিশ এমনকি সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির মতকেও অগ্রাহ্য করে এই এলাকায় বিদ্যুৎ প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে। এই প্রকল্প উচ্চ হিমালয়ের অত্যন্ত পরিবেশ সংবেদী নন্দাদেবী বায়োস্ফিয়ারে অবস্থিত। এলাকাটি ভঙ্গুর হিমবাহ, হড়পা বান এবং ভূমিকম্প প্রবণ। বস্তুত, গোটা উত্তরাখণ্ড রাজ্যটিই অতি সংবেদনশীল বাস্তুতন্ত্র এবং ভূমিকম্প প্রবণতার ৪ ও ৫ স্তরে অবস্থান করছে। এই প্রকল্পটি ২০১৬ সালে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০২০-র জুনে তা আবার কাজ শুরু করেছে। ২৫ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করে ভারতের ‘শক্তি কেন্দ্র’ হয়ে ওঠার উন্মত্ততায় উত্তরাখণ্ডের বিজেপি সরকার বাস্তুতন্ত্রকে ধ্বংস করে জনগণকে বিপদগ্রস্ত করছে।

আমরা দাবি করছি, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলাতে হবে এবং হিমালয়ের ভঙ্গুর বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষায় বিশেষজ্ঞদের মতামতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কার্যকরী করতে হবে। নাগরিক সমাজ ও পরিবেশ সচেতন মানুষের কাছে আমাদের আবেদন, পরিবেশ এবং সমাজ রক্ষার প্রয়োজনে এগিয়ে আসুন।