Breaking News

উত্তরবঙ্গে পাটকল চাই দাবি জানাল এআইকেকেএমএস

উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচুর পাটচাষ হয়৷ অথচ সেখানে কোনও পাটকল নেই৷ পাটকল স্থাপন সহ ৮ দফা দাবিতে অল ইন্ডিয়া কিষাণ খেতমজদুর সংগঠন ১২ জুন জলপাইগুড়ি ডিসি অফিসে দাবিপত্র পেশ করে৷ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার কৃষক নেতা যথাক্রমে কমরেডস রুহল আমিন, হরিভক্ত সরদার, তরণী রায় এবং আবুল কাশেম ডিভিশনাল কমিশনারকে জানান রাজ্যে পাটি চাষিদের অবস্থা ভয়াবহ৷ শীঘ্রই পাট কাটা শুরু হবে, অথচ পাট ক্রয়ের কোনও সরকারি উদ্যোগ নেই৷ পূর্বতন কংগ্রেস সরকারের মতো বর্তমান বিজেপি সরকারও জেসিআইকে পাট ক্রয় করতে নামাচ্ছে না৷ অন্যদিকে রাজ্য সরকারও পাটক্রয়ের বিকল্প ব্যবস্থা করেনি৷ সংগঠনের দাবি জে সি আইকে প্রতি হাটে পাট ক্রয় করতে হবে৷ ন্যূনতম হাজার টাকা কুইন্টাল পাটের দাম দিতে হবে৷

নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় সরকার পাট চাষিদের বিপন্ন করে সিন্থেটিক ব্যাগের ব্যবহার বাড়াচ্ছে সিন্থেটিক কারখানার মালিকদের স্বার্থে৷ পাট পরিবেশ বান্ধব, অথচ সিন্থেটিক পরিবেশের পক্ষে ক্ষতিকর৷ সংগঠনের দাবি সিন্থেটিক নিষিদ্ধ করতে পাটজাত দ্রব্যের ব্যবহার সুনিশ্চিত করতে হবে৷ ফড়ে ও দালালদের শোষণ থেকে চাষিদের বাঁচানো এবং উন্নত পাটের তন্তু তৈরি করার জন্য পাট পচার বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রবহমান জলের সরবরাহ ব্যবস্থার দাবি জানানো হয়েছে৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৫ সংখ্যা)