উত্তরপ্রদেশ বিধানসভায় এস ইউ সি আই (সি) লড়ছে ১০টি আসনে

সংগ্রামী বামপন্থার ঝান্ডা ঊর্ধ্বে তুলে ধরে শ্রমজীবী মানুষের আন্দোলন তীব্রতর করতে এসইউসিআই(সি) উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে এককভাবে ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। পুঁজিপতি শ্রেণির বিশ্বস্ত দল রাজ্যের ও কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধেই শুধু নয়, অন্যান্য জাতিবাদী দলগুলির ভ্রান্ত রাজনীতির এবং মেকি কমিউনিস্টদের বিরুদ্ধে সংগ্রামী বামপন্থার ভিত্তিতে প্রচারে নেমেছে দলের প্রার্থীরা।

প্রার্থী তালিকাঃ

১। মোরাদাবাদ শহর – কমরেড অবিনাশ চন্দ্র সাক্সেনা, ২। মোরাদাবাদ গ্রামীণ – কমরেড শিশুপাল সিংহ রাজপুত, ৩। সিকান্দারা কানপুর গ্রামীণ – কমরেড রামগোবিন্দ যাদব, ৪। কল্যাণপুর কানপুর – কমরেড অনুপ কাটিয়ার, ৫। লম্ভুয়া-সুলতানপুর – কমরেড রাজেন্দ্র প্রসাদ মৌর্য, ৬। পাট্টি, প্রতাপগড়- কমরেড রাজমণি বিশ্বকর্মা, ৭। বদলাপুর- কমরেড রামগোবিন্দ সিংহ, ৮। জৌনপুর শহর – কমরেড প্রবীণ কুমার শুক্লা, ৯। মউ – কমরেড শৈলেন্দ্র কুমার, ১০। রসরা বালিয়া – কমরেড রাম প্রবেশ।

গণদাবী ৭৪ বর্ষ ২৪ সংখ্যা ২৮ জানুয়ারি ২০২২