Breaking News

উত্তরপ্রদেশে শ্রমিক সম্মেলন

শ্রমিক সংগঠন এআইইউটিইউসি–র উত্তরপ্রদেশ রাজ্য সম্মেলন এলাহাবাদের রাজকীয় মুদ্রণালয়ের শ্রম হিতকারী কেন্দ্রে অনুষ্ঠিত হল ২১ নভেম্বর৷ বালিয়া, আজমগড়, মউ, জৌনপুর, প্রতাপগড় সহ বিভিন্ন জেলা থেকে নির্মাণ শ্রমিক, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মী, পিতল শ্রমিক, রেল কর্মচারী, ব্যাঙ্ক কর্মচারী ও ঠিকা কর্মী, সরকারি কর্মচারী সহ বিভিন্ন পেশার তিনশোরও বেশি শ্রমিক–কর্মচারী প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন৷

সম্মেলনের শুরুতে সভাপতিমণ্ডলীর পক্ষ থেকে কমরেড ধর্মদেব ও কমরেড লতা শর্মা দুটি প্রস্তাব পেশ করেন৷ উপস্থিত প্রতিনিধিরা প্রস্তাবদু’টি নিয়ে আলাপ আলোচনার পর সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়৷ কাজ পাওয়ার অধিকারকে মৌলিক অধিকার ঘোষণা, ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করা, ঠিকাকর্মীদের স্থায়ীকরণ, সরকারি সংস্থাগুলির বেসরকারিকরণ বন্ধ করা সহ ১৩ দফা দাবির সমর্থনে সম্মেলনে আওয়াজ ওঠে৷ পাশাপাশি আগামী ৮ জানুয়ারি সারা ভারত শ্রমিক ধর্মঘট সফল করার শপথ গ্রহণ করেন উপস্থিত শ্রমিক–কর্মচারীরা৷

এদিন প্রথমে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড বিজয় পাল সিং৷ প্রধান বক্তা ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড অচিন্ত্য সিংহ৷ স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত দেশে পুঁজিপতি শ্রেণির স্বার্থ রক্ষায় একের পর এক সরকার কীভাবে শ্রমিকবিরোধী নীতি নিয়ে চলেছে, তা তিনি ব্যাখ্যা করেন৷ এই অবস্থার পরিবর্তনে শ্রমিক আন্দোলন জোরদার করার পাশাপাশি পুঁজিবাদ বিরোধী বিপ্লবের লক্ষ্যে এগিয়ে চলার আহ্বান জানান তিনি৷

সম্মেলন পরিচালনা করেন কমরেড রাজবেন্দ্র সিংহ৷ সম্মেলন থেকে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সংগঠনের সর্বভারতীয় সম্মেলন সফল করার আহ্বান জানানো হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ১৬ সংখ্যা)