উচ্ছেদের আগে চাই উপযুক্ত পুনর্বাসন দাবি নাগরিক প্রতিরোধ মঞ্চের

বিকল্প জীবিকা সহ উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না। এই দাবিতে ২৭ জুলাই নাগরিক প্রতিরোধ মঞ্চের উদ্যোগে শিয়ালদহ ডিআরএম অফিসে শিয়ালদহ দক্ষিণ এবং উত্তর বিভাগের পাঁচ শতাধিক নাগরিক বিক্ষোভ দেখান। প্রাক্তন সাংসদ ও নাগরিক প্রতিরোধ মঞ্চের কনভেনর ডাঃ তরুণ মণ্ডলের নেতৃত্বে বিশিষ্ট শ্রমিক নেতা শান্তি ঘোষ, নন্দ পাত্র, প্রদীপ চৌধুরী প্রমুখ ছয় সদস্যের এক প্রতিনিধিদল ডিআরএমকে স্মারকলিপি দেন। আলোচনায় ডিআরএম বলেন, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী উচ্ছেদ করা হবে। প্রতিনিধিরা এর তীব্র বিরোধিতা করে বলেন, যাঁদের উচ্ছেদের কথা বলা হচ্ছে, তাঁরা কিন্তু দেশেরই নাগরিক। তাঁদের ভোটার কার্ড, আধার কার্ড আছে। এভাবে তাঁদের উচ্ছেদ করা যেতে পারে না। বলা হয়, উপযুক্ত পুনর্বাসন সহ বিকল্প জীবিকার ব্যবস্থা না করে উচ্ছেদের চেষ্টা হলে সঙ্ঘবদ্ধ ভাবে সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করা হবে। এছাড়া প্রতিটি স্টেশনে ওভারব্রিজ, মাইকিং সহ প্ল্যাটফর্মের উচ্চতা বৃদ্ধির দাবিগুলি পূরণের প্রতিশ্রুতি দেন কর্তৃপক্ষ।