উচ্চমাধ্যমিকে উর্দুতে প্রশ্নপত্রের দাবিতে কনভেনশন

উচ্চ মাধ্যমিকে বাংলাভাষী ছাত্রছাত্রীদের ইংরেজির সাথে মাতৃভাষায় প্রশ্নপত্র দেওয়া হয়, নেপালীভাষী ছাত্রছাত্রীদের জন্যও এই ব্যবস্থা চালু রয়েছে৷ ছাত্র সংঘর্ষ কমিটির আন্দোলনের ফলে হিন্দিভাষী ছাত্রছাত্রীদের জন্যও এ বছর থেকে সেই ব্যবস্থা চালু হয়েছে৷ কিন্তু উর্দুভাষী ছাত্রছাত্রীরা এই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত৷ এই বঞ্চনার প্রতিবাদে অল বেঙ্গল স্টুডেন্টস্ স্ট্রাগল কমিটি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে৷

১ এপ্রিল কলকাতার প্রেসিডেন্সি স্কুলে উর্দুভাষায় প্রশ্নপত্র সহ অন্যান্য দাবিতে অনুষ্ঠিত হল শিক্ষা কনভেনশন৷ দেড় শতাধিক ছাত্র–ভিভাবক–শিক্ষকের এই কনভেনশনে উর্দুভাষী ছাত্রছাত্রীদের বহু সমস্যার কথা উঠে আসে৷ সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আয়সানুল হক৷ বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ জনাব কায়সার শামিম, অধ্যাপক সুলেমান খুরশিদ, অধ্যাপিকা শাহনাজ নবি এবং শিক্ষা আন্দোলনের নেতা জুবেইর রব্বানি৷ আন্দোলনকে আরও তীব্রতর করতে সুব্রত দাসকে সভাপতি,  ছাত্রনেতা সামসুল আলমকে সম্পাদক, গোলাম ওয়ারিশকে সহ–সম্পাদক এবং মিজানুর রহমানকে কোষাধ্যক্ষ করে ৩৫ জনের নতুন কমিটি গঠিত হয়৷

70 Year 34 Issue13 April, 2018