ইউএপিএ সংশোধনী ফ্যাসিবাদী দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ বিজেপি সরকারের ফ্যাসিবাদী আইনের প্রতিবাদে বাম–গণতান্ত্রিক ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ২৬ জুলাই  নিম্নের প্রেস বিবৃতি দিয়েছেন

কেন্দ্রের বিজেপি সরকার লোকসভায় সংখ্যাধিক্যের জোরে গত ২৪ জুলাই ‘বেআইনি কার্যকলাপ (নিরোধক) সংশোধনী বিল’ (ইউএপিএ) যেভাবে পাশ করিয়েছে আমরা তার তীব্র নিন্দা করছি৷ ১৯৬৭ সালে তদানীন্তন কংগ্রেস সরকার কর্তৃক প্রণীত এই আইনে পরবর্তীকালে আনীত সকল সংশোধনীর উপর বর্তমান সংশোধনীটি যে কোনও ব্যক্তিকে শুধু সন্দেহের বশে সন্ত্রাসবাদী বলে চিহ্ণিত করার অধিকার দিল সরকারকে৷ জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) আইনে আর একটি সংশোধনী এনে এই সংস্থার হাতে এখন ক্ষমতা দেওয়া হয়েছে যার দ্বারা তারা যে কোনও অপরাধকে সন্ত্রাসবাদী তকমা দিয়ে তদন্ত করতে পারবে, কোনও রাজ্যের পুলিশ–প্রশাসনকে যুক্ত না করেই তারা সরাসরি সে রাজ্যে ঢুকতে পারবে, কোনও ব্যক্তির সম্পত্তিকে সন্ত্রাসবাদী কার্যকলাপের দ্বারা অর্জিত এই সন্দেহেই বাজেয়াপ্ত করতে পারবে এবং ১৪ দিনের পরিবর্তে ৩০ দিন জেলবন্দি করতে পারবে৷ দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার অজুহাতে এই সকল সংশোধনী নিঃসন্দেহে সরকারের হাতে এমন স্বৈরাচারী ক্ষমতা তুলে দিল, যার দ্বারা সরকার যে কোনও প্রতিবাদী মানুষের কণ্ঠ রোধ করতে পারবে, সরকার বিরোধী ও শোষণমূলক ব্যবস্থা বিরোধী আন্দোলনকে দেশ–বিরোধী ও সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে ক্ষমতার আরও কেন্দ্রীকরণ ও প্রশাসনিক ফ্যাসিবাদকে আরও পাকাপোক্ত করার সুযোগ পাবে৷

আমরা দেশের সকল বাম ও গণতান্ত্রিক দল ও শক্তিগুলিকে এবং শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এগিয়ে এসে এই দানবীয় আইনগুলির বিরুদ্ধে দেশব্যাপী ঐক্যবদ্ধ শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি৷

(গণদাবী : ৭২ বর্ষ ১ সংখ্যা)